দারুণ এক মৌসুম কাটিয়েছেন। স্বপ্নিল ফুটবল মৌসুমে চারদিকে ছিল শুধু উসমান দেম্বেলের বন্দনা। ক্রীড়াপ্রেমীরা ধরেই নিয়েছিলেন ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন ফরাসি এ তারকা ফরোয়ার্ড। এমন একটি অ্যাওয়ার্ড জয়ের স্বপ্ন ছিল দেম্বেলেরও।
বর্ষসেরা ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন উসমান দেম্বেলে। তার এই আনন্দে উদ্বেলিত তার পিএসজি সতীর্থরাও। কিন্তু বিশেষ এই রাতে খুশির সঙ্গে হতাশও হতে হয়েছে প্যারিসের জায়ান্ট ক্লাবটিকে। কেননা হজম করেছে মৌসুমের প্রথম হারের তেতো স্বাদ।